logo
আপডেট : ২০ মে, ২০২০ ২১:০৮
গত ৬৮ বছরে মধ্যে চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান
অনলাইন ডেস্ক

গত ৬৮ বছরে মধ্যে চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান


রোনাভাইরাসের কারণে ৬৮ বছরে মধ্যে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। 
|পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম
এ বছরেই পাকিস্তানের অর্থনীতিতে এক মোড় পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু করোনার ধাক্কায় পাকিস্তানের অর্থনৈতিক হাল এখন ১৯৫১-৫২ অর্থবছরের ন্যায়।
একমাত্র কৃষি খাত ছাড়া সব খাতেই নেতিবাচক সূচক দেখাচ্ছে দেশটি। এক বছর আগে অর্থনীতির আকার ২৮০ বিলিয়ন ডলার থেকে নেমেছে ২৬৫.৬ বিলিয়ন ডলারে।
পাকিস্তানের ন্যাশনাল এ্যাকাউন্টস কমিটি বলছে আগামী জুন শেষে প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে শূন্য দশমিক ৩৮ শতাংশে নামবে বলে ধারণা করা হচ্ছে। লকডাউন ও গত ৯ মাসের বিভিন্ন সূচক পর্যালোচনা করে এ হিসেব স্থির করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com