logo
আপডেট : ২০ মে, ২০২০ ২১:১৯
হুইলচেয়ার ক্রিকেটারদের মুশফিকের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক

হুইলচেয়ার ক্রিকেটারদের মুশফিকের আর্থিক সহায়তা


করোনভাইরাসের এই দু:সময়ে এবার দেশের ৫০ হুইলচেয়ার ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ খবর নিশ্চিত করেছেন জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন।
মুশফিকের এমন সহায়তায় খুশী মহসিন। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য খুবই সুসংবাদ, মুশফিকের মত খেলোয়াড় আমাদের সহায়তায় এগিয়ে এসেছেন।’
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই অসহায়-দুস্তদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন মুশফিক। অন্যান্য খেলোয়াড়দের সাথে একত্রে এক মাসের বেতনের অর্ধেকটা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনে সহয়তা করেছেন মুশফিক।
নিজ জেলা বগুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীদের জন্য ২শ পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার পাঠিয়েছেন মুশফিক। স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় সেখানকার অসহায়দের মধ্যে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি। এছাড়া, ক্রিকেট বোর্ডের ৩০জন নেট বোলারকেও সহযোগিতা করেছেন মুশফিক।
টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল-সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেন মুশফিক। ১৭ লাখ টাকায় বিক্রি হওয়া ব্যাটটি করোনাভাইরাসের আক্রান্তদের সহায়তা করা হবে জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com