logo
আপডেট : ২০ মে, ২০২০ ২১:৩৩
রংপুরে মোট করোনা আক্রান্ত রোগী ২৮৮ জন
নিজস্ব প্রতিবেদক

রংপুরে মোট করোনা আক্রান্ত রোগী ২৮৮ জন


রংপুরে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৮ জন। কিন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর থেকে গত ১১ দিনে রংপুরে ১৭০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেই হিসেবে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ১৬ জন। তার পরেও রংপুরের ব্যবসায়ী ক্রেতা বিক্রেতার কারোই হুশ নেই। শহরের শপিংমল দোকানপাটে কোথাও পা ফেলার জায়গা নেই। করোনা প্রতিরোধে জনগণ সমাগম কমাতে এ্কাধিক উদ্যোগ নেয়া হলেও কোনটাই কাজে আসেনি। 
গত ১০ মে  থেকে সারাদেশের মতো রংপুরেও সীমিত আকারে সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট ও শপিংমলগুলো খুলতে শুরু হয়। দোকানপাট খোলার পর ধীরে ধীরে জনসমাগম বাড়তে থাকে। জেলা সিভিল সার্জন সূত্রমতে ১০ মে হতে ২০ মে পর্যন্ত গত এগার দিনে রংপুর মহানগরসহ আট উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ১৭০ জন। এদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, ২৯ জন পুলিশ, ২০ জন আনসার সদস্যসহ  কয়েক জন চিকিৎসক রয়েছে। এছাড়াও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, নার্স, ডিসি অফিসের কর্মচারী, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীও করোনায় আক্রান্ত হয়েছে।  
সূত্র মতে, করোনা আক্রান্তের দিক দিয়ে  বিভাগীয় শহরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহের পরই রংপুরের অবস্থান। এছাড়া জেলা ভিক্তিক অবস্থানে রংপুর ৮ নম্বরে রয়েছে।  প্রতিদিন অন্যন্য স্থানের চেয়ে রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়ায়  সর্বমহলেই এখন আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিনতি বহন করতে হবে রংপুরবাসীকে এমনটাই মনে করছেন সচেতন মহল। 
জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় জানান, রংপুর জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২৮৮ জন। কিন্তু ১০ মে দোকানপাট খোলার পর থেকে রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com