logo
আপডেট : ২০ মে, ২০২০ ২২:২৪
ময়মনসিংহ দিয়ে বিদায় নেবে আম্পান
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ দিয়ে বিদায় নেবে আম্পান


নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজবাড়ী এবং সিরাজগঞ্জ, জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে বিদায় নেবে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। ইতিমধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে সুন্দরবন ঘেঁষে ‌আম্পান স্থলভাগে উঠে এসেছে।
বিকেল ৫টায় সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে আম্পান। এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ জানান, রাত আটটার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।
তবে ভূখণ্ডে আম্পানের স্থল নিম্নচাপে রূপ নেয়ার মধ্য দিয়ে আম্পানের নাম মুছে যাবে। পরে ময়মনসিংহ হয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে গিয়ে হারিয়ে যাবে স্থল নিম্নচাপটি। এর প্রভাবে কাল বৃহস্পতিবারও বৃষ্টি হবে। পরদিন শুক্রবার ঝলমলে রোদ দেখা যাবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com