logo
আপডেট : ২১ মে, ২০২০ ১৪:৪৫
ইরাকি বাহিনীর হাতে আইএস নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক

ইরাকি বাহিনীর হাতে আইএস নেতা গ্রেফতার


অনলাইন ডেস্ক
ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠীর এক নেতাকে বুধবার গ্রেফতারের ঘোষণা দিয়েছে ইরাকের ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (আইএনআইএস)। তার নাম আব্দুল নাসির কারদাস। মৃত আইএস নেতা আবু বকর আল বাগদাদির স্থলাভিষিক্ত হতে প্রার্থী ছিলেন তিনি।
আইএনআইএস ওই জঙ্গি নেতাকে গ্রেফতারের স্থান কিংবা তার সঙ্গে আর কেউ গ্রেফতার হয়েছে কী না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। কারদাস আইএসের গুরুত্বপূর্ণ নেতা। তবে আল বাগদাদির স্থলাভিষিক্ত করা হয়নি তাকে। বর্তমানে বাগদাদির দায়িত্ব সামলানোর জন্য নির্বাচিত করা হয়েছে আব্দুল রহমান আল মাওলাকে।
২০১৯ সালের অক্টোবর মাসে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রে বিশেষ বাহিনীর অভিযানের বাগদাদি আত্মহত্যা করেন। সেসময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার আসল নাম ইব্রাহিম আওয়াদ আল বদ্রি। তিনিই ২০১৪ সালের জুন মাসে আইএস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com