logo
আপডেট : ২১ মে, ২০২০ ১৫:২৬
গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু


গাইবান্ধার পালাশবাড়ী উপজেলায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহত ১৩ জনের মধ্যে তিন জন শিশু, দশ জন পুরুষ বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী পুলিশ ফাড়ির ওসি মাসুদুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ করছে।’
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় লাশ নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com