logo
আপডেট : ২১ মে, ২০২০ ১৭:৪৪
পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডবে ৭২ জনের প্রাণহানি, ব্যাপক ক্ষয়-ক্ষতি
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডবে ৭২ জনের প্রাণহানি, ব্যাপক ক্ষয়-ক্ষতি


দুর্যোগে যেন দুমড়ে-মুচড়ে গেছে শহর। ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা আরও খারাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। তীব্র ঝড়ে নির্বিচারে ভেঙেছে পোস্ট।
এরমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, আম্ফানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন।
নিহতদের প্রতি পরিবারকে ২ লাখ ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মমতা। বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ১০০০ কোটির তহবিল গঠন করার কথা জানিয়েছেন তিনি।
নবান্নে টাস্কফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'আবহাওয়া ঠিক থাকলে, শনিবার দুই ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করব।'


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com