logo
আপডেট : ২১ মে, ২০২০ ১৯:৫৩
স্বাস্থ্যখাতের বরাদ্দে অবহেলা প্রকাশ পেয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যখাতের বরাদ্দে অবহেলা প্রকাশ পেয়েছে: রিজভী


নিজস্ব প্রতিবেদক
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্যখাতের বরাদ্দেই সরকারের অবহেলা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে। এই যে, আজকে ভয়াবহ বিশ্বব্যাপী মহামারীর কবলে গোটা বাংলাদেশ। এখানে সরকারের অগ্রাধিকার যে খাতকে দেয়া উচিত, সেই খাতকে (স্বাস্থ্যখাত) ৭ নাম্বারে রাখা হয়েছে! গত বছর এই খাতে ১০ হাজার কোটি টাকা ছিলো, এই বছর ১৩ হাজার কোটি টাকার একটু বেশি রাখা হয়েছে। অর্থাৎ এখনো এই স্বাস্থ্যখাতের ব্যাপারে সরকারের কোনো নজর নেই।
পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মৎস্যজীবী দলের উদ্যোগে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com