logo
আপডেট : ২১ মে, ২০২০ ২০:৪৬
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মোখলেছুর রহমান নামের ওই কনস্টেবল বৃহস্পতিবার মারা যান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোখলেছুর রহমান মারা গেছেন। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ জন সদস্য করোনা যুদ্ধে মারা গেলেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের আটজন এবং চট্টগ্রাম মহানগর পুলিশের দুইজন সদস্য রয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com