logo
আপডেট : ২১ মে, ২০২০ ২১:২৭
৪ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

৪ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান


ঈদ উপহার নিয়ে ৪ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
বুধবার রাতের আঁধারে ময়মনসিংহ সদরের ৪ হাজার পরিবারের মাঝে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে এই ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।
ঈদ উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন চেয়ারম্যান আবদুস সাত্তার সোহেল, ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আরিফ রব্বানীসহ অনেকে।

উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রাতের বেলায় বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যান ও নেতাকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার স্বরুপ কর্মহীন, অসহায় ও নিম্মবিত্ত পরিবারের মাঝে আমার নিজস্ব উদ্যোগে ঈদ উপহার সদর ইউনিয়নে ৪ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
উপহারের মাঝে ছিলো, পোলাও চাইল, দুধ, চিনি ও সেমাইসহ বিভিন্ন প্রকার ঈদসামগ্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com