logo
আপডেট : ২২ মে, ২০২০ ১৪:৪২
ড্রেসিং রুমের কথা ভেতরেই থাকুক: বিশ্বকাপ বিতর্ক নিয়ে মাহমুদউল্লাহ
অনলাইন ডেস্ক

ড্রেসিং রুমের কথা ভেতরেই থাকুক: বিশ্বকাপ বিতর্ক নিয়ে মাহমুদউল্লাহ


২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ অষ্টম স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দলের ড্রেসিংরুমকে ঘিরেও শোনা গিয়েছিল একটি বিতর্ক। মাহমুদউল্লাহ রিয়াদকে দলে চান না সহ অধিনায়ক সাকিব আল হাসান- সংবাদমাধ্যমে এমন খবরই বেরিয়েছিল। তবে মাহমুদউল্লাহ বরাবরই ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।

করোনাভাইরাসের লকডাউনের সময়টাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে মাহমুদউল্লাহর ফেসবুক লাইভে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানেও মুখ খুলতে নারাজ এই টাইগার তারকা। সাফ জানিয়ে দিয়েছেন, দলের ভেতরের কথা ভেতরে থাকাই ভালো। তবে বিতর্কটা সত্য ছিল না- সে কথা জানাতে ভোলেননি তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমি দুইটা জিনিস বলতে চাই। এক. ড্রেসিংরুম এমন একটা জায়গা যেটা আমাদের নিজস্ব। আমি প্রত্যেকের নিজের জায়গাকে আমরা সম্মান করি। এখানে অনেকেরই আবেগ জড়িত, অনেকের কষ্ট জড়িত, অনেকের ঘাম জড়িত। অনেকের রক্তও জড়িত হয়তোবা। অনেক সময় আমরা ফিল্ডিং করতে গেলে আমাদের হাত পা কেটেও যায়। আমি ড্রেসিংরুমের কথা কারও সঙ্গে শেয়ার করব না, কখনওই না। এটা আমি পছন্দও করি না। আমি এটা পছন্দও করি না আমার কোন টিমমেট করুক।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত হচ্ছে, কিছু যদি বাইরে আসেও সে জিনিসটা যেন প্রপারলি আসে। ভাঙা ভাঙা যেন কিছু না আসে। যে কথাগুলো বের হয়েছিল সত্য ছিল না, আমি আবারও বলছি। পুরোটা সত্য ছিল না এখানে। জিনিসটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছিল। যেটার কারণে আমি কিছুটা হতাশ ছিলাম। কথা হয়েছিল ইস্যুটা নিয়ে, সাকিব আর আমার মধ্যে। সাকিব আর আমার মধ্যে আসলে কিছুই হয়নি। কোন কথাই হয়নি। কথা কাটাকাটি আসবে কোথা থেকে?’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com