logo
আপডেট : ২২ মে, ২০২০ ১৬:২৪
সিলেটে অস্ত্রসহ যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সিলেটে অস্ত্রসহ যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার


সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ ও তার ছোট ভাই শাহিন আহমদকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শেখঘাটের ২৫০ নং বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, ৪টি ছোরা, রামধা, চুরি জব্দ করা হয়।
আটকের পর তাদের দুইজনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

তিনি বলেন, রাতে আটক করা হলেও শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে শেখঘাটের একটি ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে বলেও জানান ওসি সেলিম মিয়া।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com