logo
আপডেট : ২২ মে, ২০২০ ২২:১২
কাল নয়, সৌদিতে ঈদ রোববার
অনলাইন ডেস্ক

কাল নয়, সৌদিতে ঈদ রোববার


আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আবরে শুক্রবার ঈদের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার দেশটিতে ঈদ উদযাপন হচ্ছে না। এর আগের বাংলাদেশ জার্নালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের বরাতে ‘সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ’ সংবাদ প্রকাশ করে। যা সৌদির আরব নিউজ সংবাদের ভিত্তিতে ভুল প্রমাণিত হয়েছে।
সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।
আরো পড়ুন: দেশে ঈদ কবে জানা যাবে শনিবার
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com