logo
আপডেট : ২৩ মে, ২০২০ ১৩:১৬
হোম কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াসিন
অনলাইন ডেস্ক

হোম কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াসিন


করোনা মহামারিতে আক্রান্ত হওয়ার ভয়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন।
শুক্রবার পারদানা পুত্রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থ কাউন্সিলের সভা শেষে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দেন।
তিনি জানান, মঙ্গলবার পুত্রাজায়ায় মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য শুক্রবার রাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাচ্ছেন তিনি।
এছাড়া ওইদিন সভায় যারা অংশ নিয়েছেন তাদেরও করোনা টেস্ট করে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যাওয়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com