logo
আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ০০:০০
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন মির্জা ফখরুল
প্রথম বাংলাদেশ ডেস্ক

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন মির্জা ফখরুল

অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পূর্ণ শঙ্কামুক্ত। আজ মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। গতকাল সকালে উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন।
 
চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউনাইটেড হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ শুভ জানান, বিএনপির মহাসচিব সম্পূর্ণ শঙ্কামুক্ত। আজ মঙ্গলবারই তিনি হাসপাতালের ছাড়পত্র পাবেন।
 
এ দিকে গতকাল সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com