logo
আপডেট : ২৩ মে, ২০২০ ১৬:১৯
করোনা আক্রান্তদের বাড়িতে মন্ত্রীপুত্রের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্তদের বাড়িতে মন্ত্রীপুত্রের ঈদ উপহার


লালমনিরহাটে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট-২ আসনের আদিতমারী উপজেলায় ১২ জন ও কালীগঞ্জ উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসলোশন ও হোম আইসলোশনে চিকিৎসাধিন রয়েছেন। তাদের অনেকেই পরিবার প্রধান হওয়ায় তাদের পরিবারে ঈদের আনন্দ মলিন হতে বসেছে।
এসব করোনা যোদ্ধাদের উৎসাহ দিতে তাদের পরিবারকে ঈদের উপহার পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ। তার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেন সংশ্লিষ্ট থানা পুলিশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com