logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১১:৫৪
শাকিবের সঙ্গে ‘যুদ্ধ’ চান না মাহি তাই...
প্রথম বাংলাদেশ ডেস্ক

শাকিবের সঙ্গে ‘যুদ্ধ’ চান না মাহি তাই...

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে দামি ও জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ ছবি দিয়ে তিনি বছরটা নিজের করে নিলেও চলতি বছরে এখনও কোনো দাও মারতে পারেননি নায়িকা। এ বছর তার অভিনীত তেমন কোনো ছবি মুক্তি পায়নি। ‘জান্নাত’ দিয়ে সেই বাজিটা ধরেছিলেন মাহি। ভেবেছিলেন, এই ছবি দিয়ে চলতি বছরের চমকটা দিয়ে দেবেন তিনি।

সেই মতো ২৭ জুলাই মাহি অভিনীত ‘জান্নাত’ মুক্তি দেয়ার দিন ঠিক করেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান শাকিব খান। কেননা, ২৭ জুলাই মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। যার কারণে শেষ মুহূর্তে এসে পিছিয়ে দিতে হয়েছে ‘জান্নাত’-এর মুক্তির তারিখ। ২৭ জুলাইয়ের পরিবর্তে আসছে কোরবানীর ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক মানিক।

তিনি বলেন, ‘জান্নাত’-এর অফিসিয়াল কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমরা আশা করেছিলাম ২৭ জুলাই মুক্তি দেব। কিন্তু এদিন শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে। তাই ২৭ জুলাই ‘জান্নাত’ মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে দুটি ছবিই লাভবান হবে বলে আমার বিশ্বাস। ঈদে পুরোটা সময়ে ছুটি ও উৎসব ভাব থাকে। সে সময়ই মুক্তি দিতে চাই ছবিটি। তখন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সমস্যা হবে না।’

সুদীপ্ত সাইদের কাহিনি এবং আসাদ খানের লেখা চিত্রনাট্যে ‘জান্নাত’ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবিতে মাহিকে দেখা যাবে নাম ভূমিকায়। তিনি একটি মাজারের খাদেম বাবার মেয়ে। এই খাদেম বাবার চরিত্রে রয়েছেন অভিনেতা আলীরাজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।

‘জান্নাত’-এ মাহিয়া মাহির নায়ক সায়মন সাদিক। তার চরিত্রটির নাম ইফতেখার। তিনি আবার মাজারের খাদেম বাবার মুরিদ। ছবিতে সায়মনের ভূমিকা ইসলাম নামধারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে। চরিত্রটি সম্পর্কে অনেক আগে সায়মন বলেছিলেন, ‘এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। এমনকী এমন গল্পে কখনও ছবিও নির্মিত হয়নি।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com