logo
আপডেট : ২৪ মে, ২০২০ ২০:০২
ধানের আটি ভাগাভাগি নিয়ে বিবাদে গৃহবধূকে হত্যা
নিজস্ব প্রতিবেদক

ধানের আটি ভাগাভাগি নিয়ে বিবাদে গৃহবধূকে হত্যা


শেরপুরে ধানের আটি নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের মারধরে হৃদয় (২৭) নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টায় জামালপুর জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদয় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের দিকপাড়া এলাকার লালন মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে রোববার দুপুরে জানান, ১৪ মে দিকপাড়ার নিজ বাড়িতে হৃদয় ও তার প্রতিবেশী চাচাতো ভাইয়ের বউদের সাথে নিয়ে উঠতি বোরো ধান মাড়াই করছিল। ধান মাড়াই শেষে আটি বাড়ির আঙিনায় গুছিয়ে রেখে দিচ্ছিল।
বিকালে মাড়াই কাজ শেষে ধানের আটি ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই বউদের সাথে তার (হৃদয়) বিবাদ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে বেধরক মারধর করে। এ ঘটনায় হৃদয় সজ্ঞাহীন হয়ে পড়ে।
পরে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চলে তার সেবা। ২২ মে তার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে পার্শবর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে রাত ১টায় তার মৃত্যু হয়।
মামলা এবং লাশের ময়নাতদন্তসহ অনুসাঙ্গীক সকল আইনি পদক্ষেপ জামালপুর সদর থানা কর্তৃপক্ষ নিবেন বলে জানান ওসি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com