logo
আপডেট : ২৪ মে, ২০২০ ২১:৫০
খুলনায় শিশুসহ নতুন ১০ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক

খুলনায় শিশুসহ নতুন ১০ জনের করোনা শনাক্ত



খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এসকেএফের রেমডেসিভির বাজারজাতের অনুমোদন
রোববার পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা টেস্ট হয়েছে। খুলনার নমুনা ছিলো ৬৩টি, বাকিগুলো অন‌্য জেলার নমুনা।
খুুলনা মে‌ডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে আজ রোববার ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে খুলনার ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়, বাকিগুলো অন‌্য জেলার নমুনা। আক্রান্তদের মধ্যে ৫ জন খুলনার, ৪ জন বাগেরহাটের ফ‌কিহাট ও ১ জন যশোর ম‌ণিরামপুরের।
তি‌নি আরো বলেন, খুলনায় ৫ জনের মধ্যে ৪ জন দিঘলিয়ার ও ১ জন রূপসার বাগমারা এলাকার। দিঘলিয়ার ৪ জন হলেন, সেনহাটি এলাকার ১৩ বছরের এক শিশু, ৯ বছরের এক শিশু, ৩০ বছরের নারী ও ফারমায়েশখানার নারী (৪০) ও রূপসার বাগমারা এলাকার ৩১ বছরের যুবক।
উল্লেখ্য, খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪২১ জন। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য দিয়ে জানানো হয়েছে, বাকিরা হোম আইসোলেশন চিকিৎসাধীন আছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com