logo
আপডেট : ২৮ মে, ২০২০ ১৯:৫৯
বিএসএমএমইউ’র পরীক্ষায়ও জাফরুল্লাহর করোনা পজেটিভ
নিজস্ব প্রতিবেদক

বিএসএমএমইউ’র পরীক্ষায়ও জাফরুল্লাহর করোনা পজেটিভ


গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত 'জি র‍্যাপিড ডট ব্লট' কিট দিয়ে পরীক্ষা করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। পরে গত ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সেম্পল পাঠানো হয়। বৃহস্পতিবার বিএসএমএমইউতে থেকে জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে।
এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গত ২৪ মে জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস গণস্বাস্থ্য কেন্দ্রের বৈজ্ঞানিকদের কিট দিয়ে তার সেম্পল পরীক্ষা করার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। সে অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন। গত ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সেম্পল পাঠানোর পর আজ তার বিএসএমএমইউ হতে করোনা পজেটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com