logo
আপডেট : ২৯ মে, ২০২০ ১৯:৫৭
নদীতে নেমে ছাত্রের মৃত্যু, একজন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক

নদীতে নেমে ছাত্রের মৃত্যু, একজন নিখোঁজ


দিনাজপুর বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে নেমে সৌরভ ইসলাম (১৭) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় রাহিম ইসলাম (১৮) নামে অপর এক ছাত্র নিখোঁজ রয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ ইসলাম ঠাকুরগাঁওয়ের গড়েয়া সরকার পাড়ার নাজমুল ইসলামের ছেলে। রাহিম ইসলাম একই এলাকার বাবুলের ছেলে।
খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টায় ২ বন্ধু সৌরভ ও রাহিম খেয়াঘাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খানসামা ফায়ার সার্ভিসের একটি টিম খেয়াঘাটে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় সৌরভের লাশ উদ্ধার করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com