logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৩:০৬
এই ঝিরি ঝিরি ওই মুষল ধারায় কাঁদছে আকাশ
নিজস্ব প্রতিবেদক

এই ঝিরি ঝিরি ওই মুষল ধারায় কাঁদছে আকাশ

চতুর্থ দিনের মতো চলছে শ্রাবণের ঘন বর্ষা। এই ঝিরি ঝিরি বৃষ্টি ফের মুষল ধারায়। তারপর খানিকটা বিরতি। আবার এই মেঘ এই বৃষ্টি। এবারের শ্রাবণে বৃষ্টির এমনই ছন্দময়তা পড়ছে চোখে। এমন সুরে রিমঝিম তালে অতিক্রান্ত হচ্ছে মিষ্টি সুরের বর্ষা। নদী তীরে মেঘ মাদলের পাল তুলে এসেছে শ্রাবণের তরী।

আকাশজুড়ে ক্ষণে ক্ষণে ছেয়ে আসছে ঘনকৃষ্ণবর্ণের মেঘ। জলেভেজা কেতকি (কেয়া) দূর থেকে সুবাস এনে দেয়। যদিও নাগরিকজীবনে তা টের পাবার জো মাত্র নেই। গ্রামের ঝাউবনে, বাঁশ বাগানে, নদী তীরে চর এলাকায় বর্ষায় ফুটেছে নাম না জানা কতো বনফুল। যা দৃষ্টিতে এসে মন রাঙিয়ে দেয়। শ্রাবণের বৃষ্টিধারায় এই ফুলগুলো যেন আরও বেশি ফুটে ওঠে।

কিন্তু নাগরিক জীবনে বর্ষার মধুময়তা কোথায়! কয়েক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাপন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাসহ কর্মস্থলগামী মানুষকে পড়তে হয় ভোগান্তির মুখে। বিশেষ করে রাজধানীর অধিকাংশ এলাকাতেই আটকে পড়া বৃষ্টির পানির সঙ্গে নালা-নর্দমার নোংরা পানি মিশে সয়লাব। এতে করে একটা অস্বস্তিকর পরিস্থিতিরি মুখে পড়তে হচ্ছে সর্বসাধারণকে। আর একারণে বেড়ে যায় অনাকাঙ্ক্ষিত রোগ বালাইয়ের আশঙ্কাও।

মৌসুমি জলবায়ু বাংলাদেশের ওপর ভীষণভাবে সক্রিয় রয়েছে। ফলে আরও চার-পাঁচদিন বৃষ্টি এবং বৃষ্টিজনিত দুর্ভোগে কাটবে জনজীবন। বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রামের কিছু এলাকায় ভূমি ও পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এরইমধ্যে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণহানিও হয়েছে পাঁচজনের।

ঢাকার আকাশ বৃহস্পতিবারও মেঘে ছাওয়া থাকবে। বাতাসের আর্দ্রতাও থাকবে বেশি। তবে তাপমাত্রার পারদ থাকবে সহনীয়। ফলে বৃষ্টিজনিত দুর্ভোগ ছাড়া আবহাওয়া থাকবে উপভোগ্য।

এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হবে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com