logo
আপডেট : ৩১ মে, ২০২০ ১৭:২৩
তৈরি হচ্ছে ১৩ থেকে ১৯টি নতুন ভয়াবহ ঝড়
অনলাইন ডেস্ক

তৈরি হচ্ছে ১৩ থেকে ১৯টি নতুন ভয়াবহ ঝড়


আটলান্টিক সংলগ্ন অঞ্চলে প্রায় ১৩ থেকে ১৯টি নতুন ঝড় তৈরি হচ্ছে বলে জানা গেছে। দ্য সান ও ইউএসএ টুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশানাল ওসিয়ান অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার এডমিনিস্ট্রেশন (এনওএএ)। এনওএএ জানায়, এই ঝড়ের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ও। ওই ঝড়গুলির গতিবেগ ঘণ্টায় ৩৯ মাইল বা তার বেশিও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ওই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭৪ মাইলে পৌছানোর পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
৬-১০টি ঝড়ের মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেও জানানো হয়েছে। পাশপাশি হাওয়ার গতিবেগ সেক্ষেত্রে ঘণ্টায় ১১১ মাইল (১৭৮ কিলোমিটার) বা তার বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়াও আবহাওয়ার আরও বেশ কিছু পরিবর্তনের বিষয়ে জানিয়েছেন ওই সংস্থার এক কর্মকর্তা। শুধুমাত্র আটলান্টিকই নয় তারই সঙ্গে ক্যারিবিয়ান সমুদ্র সংলগ্ন এলাকাতেও ঝড় হতে পারে বলেও জানিয়েছেন অনেকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com