logo
আপডেট : ১ জুন, ২০২০ ১৬:৪৯
ঠাকুরগাঁওয়ে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার


ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে দু-তিন দিন আগে ওই নারীকে হত্যা করে কহরপপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখা হয়।
স্থানীয়রা ওই নারীর লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এ হত্যার সাথে জড়িত তা উদঘাটন করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com