logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৩:৪৮
রাজধানীতে যুবদলের বি‌ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে যুবদলের বি‌ক্ষোভ

দুর্ন‌ীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাবন্দী বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি, সু‌চি‌কিৎসা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে সকল মামলা প্রত্যাহা‌রের দা‌বি‌তে রাজধানী‌তে বি‌ক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল উত্তর।

বৃহস্প‌তিবার সকাল ১০ টার দিকে পান্থপথে বসুন্ধরা মা‌র্কে‌টের সাম‌নে যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্ট‌নের নেতৃ‌ত্বে একটি বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়।

মিছিলে যুবদ‌লের নেতাকর্মীরা ‘খা‌লেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছা‌ড়ি নাই’, ‘মু‌ক্তি মু‌ক্তি মু‌ক্তি চাই, খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাই’ স্লোগান দি‌তে থাকে। বি‌ক্ষোভ মি‌ছি‌লে ঢাকা মহানগর উত্ত‌রের বি‌ভিন্ন থানা ও ওয়া‌র্ডের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বি‌ক্ষোভ মি‌ছিল শে‌ষে সং‌ক্ষিপ্ত বক্তব্য ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপতি এসএম জাহাঙ্গীর ব‌লেন, রাজ‌নৈ‌তিক প্র‌তি‌হিংসায় বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া‌কে সরকার মিথ্যা মামলায় ব‌ন্দী করে রেখেছে। আমরা তার মু‌ক্তি চাই।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে করা সকল মামলা প্রত্যাহা‌রের দা‌বি জানান তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর যুবদ‌ল উত্ত‌রের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন ব‌লেন, খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দা‌বি জানা‌চ্ছি। অন্যথায় যুবদলের প্র‌তি‌টি নেতাকর্মী সরকা‌রের নীল নকশার সমু‌চিত জবাব দেবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com