logo
আপডেট : ১ জুন, ২০২০ ১৭:১৭
লাদাখ সীমান্তে চীন ও ভারতের ভারি অস্ত্র মোতায়েন
অনলাইন ডেস্ক

লাদাখ সীমান্তে চীন ও ভারতের ভারি অস্ত্র মোতায়েন


লাদাখ সীমান্তে চীন ও ভারত ভারি অস্ত্র মোতায়েন করছে বলে জানাগেছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
রোববার রাতে প্রকাশিত ভারতের এক সামরিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পূর্ব লাদাখের পেছনের ঘাটিগুলোতে (রিয়ার বেস) এসব মোতায়েন হচ্ছে বলে জানা গেছে।
এসব অস্ত্রের মধ্যে রয়েছে আর্টিলারি পিস এবং যুদ্ধযান। গত ২৫ দিন ধরে এই অঞ্চলে মুখোমুখী অবস্থানে আছে দুই দেশের সামরিক বাহিনী।
কূটনৈতিক চ্যানেলে আলোচনার ভিত্তিতে দু দেশই যখন সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখনই উঠে এলো এই সামরিক সক্ষমতা বাড়ানো বিষয়টি।
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে পূর্ব লাদাখের পেছনের ঘাটিগুলোতে চীন তাদের কৌশলগত সেনা রিজার্ভ ও গোলন্দাজ শক্তি বাড়িয়েছে। এছাড়াও নিয়ে আসা হয়েছে ইনফেনট্রি কমব্যাট ভেহিক্যাল এবং ভারী সামরিক সরঞ্জাম।
এদিকে ভারতীয় সেনাবাহিনীও মোতায়েন করেছে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম। এর মদ্যে রয়েছে আক্রমণাত্মক মার্চিং এর জন্য আর্টিলারি পিস ও বোফোর্স গান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com