logo
আপডেট : ১ জুন, ২০২০ ১৭:৪৮
এসএসসিতে জিপিএ-৫ না পেয়ে ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক

এসএসসিতে জিপিএ-৫ না পেয়ে ছাত্রীর আত্মহত্যা


এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে বৃষ্টি মন্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
|সোমবার ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় ওই পরীক্ষার্থী মারা যান। আত্মহননকারী বৃষ্টি মন্ডল মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের বাসুদেব মন্ডলের মেয়ে।
বৃষ্টির পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দের উপ-পরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি মন্ডল এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৯৪ পেয়ে পাস করে। কিন্তু এতে সে খুশি হতে পারেনি।
রোববার বেলা ১১টায় মোবাইলে ফোনে পরীক্ষার ফল পাওয়ার পরপরই সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে বৃষ্টি মারা যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com