logo
আপডেট : ২ জুন, ২০২০ ১১:২৭
বিয়ে বন্ধ করতে পায়ে হেঁটে দুর্গম চরে এসিল্যান্ড
নিজস্ব প্রতিবেদক

বিয়ে বন্ধ করতে পায়ে হেঁটে দুর্গম চরে এসিল্যান্ড


বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে ১২ বছর বয়সী এক শিশুর বিয়ে বন্ধ করতে সেনা সদস্যদের সাথে নিয়ে তিস্তা নদীর দুর্গম চলে ছুটে গেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি- এসি ল্যান্ড) শামীমা সুলতানা।
সোমবার বিকেলে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর চর পূর্ব ডাউয়াবাড়ী গ্রামে দীর্ঘ পথ পায়ে হেঁটে গিয়ে তিনি এ বিয়ে বন্ধ করেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার ৭ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করেন তার পরিবার। খবর পেয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে সেনা সদস্যদের নিয়ে বিয়ে বাড়ি হাজির হয় এসিল্যান্ড শামীমা সুলতানা। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে বিয়ের বাড়ির খাবার গুলো উদ্ধার করে স্থানীয় একটি এতিম খানায় দেয়া হয়।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু বিয়ে বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com