সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বলেছেন, ‘আমরা সংঘটিত হয়ে রাজপথে নামলেই এ সরকারের পতন নিশ্চিত। সরকারের পতন ঘটাতে হলে সংঘবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) ও আমার দেশ সম্পাদক পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
নোমান বলেন, ‘মাহমুদুর রহমানের উপরে যে হামলা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার তিন-চার দিন অতিবাহিত হওয়ার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা জাতির জন্য আরো বড় লজ্জার।’
অবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এ বিএনপি নেতা।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে নোমান বলেন, ‘সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। শেষ পর্যন্ত ব্যাংক লুট সোনা লুট কয়লা লুট করেছে তারা। যারা এসব লুট করছে তারা সবাই সরকারের লোক।’
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী জহুরুল ইসলাম, বিএনপির নেতা অধ্যাপক সেলিম ভূঁইয়া,কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।