logo
আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ১৩:৪৩
প্রাথমিক সমাপনীতে এমসিকিউ উঠে যাচ্ছে
প্রথম বাংলাদেশ ডেস্ক

প্রাথমিক সমাপনীতে এমসিকিউ উঠে যাচ্ছে

প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে চলতি বছর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার। 

মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকেই এমসিকিউ প্রশ্ন থাকছে না। প্রশ্ন ফাঁস ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত সম্প্রতি শেষ হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অব্যাহতভাবে এমসিকিউ প্রশ্ন ফাঁসের প্রেক্ষাপটেই প্রাথমিকে আনা হলো এ পরিবর্তন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফ-উজ-জামান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com