আপডেট : ৩ জুন, ২০২০ ১৪:৪৫
লালমনিরহাটে ধান ক্রয় কর্মসূচীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সকালে জেলার হাতীবান্ধা খাদ্য গুদামে এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। জেলায় এবছর ইরি-বোরো মৌসুমে ৮ হাজার ৯ শত ৪৬ মে. টন ধান ও ১১ হাজার ৬ শত ৯৬ মে. টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন সরকার।
উদ্ধোধনীয় অনুষ্ঠানে ইউএনও সামিউল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউল আলম রোকন, খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ও খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন