logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৬:০৩
ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট
নিজস্ব প্রতিবেদক

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

পবিত্র ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি আগামী ৮ আগস্ট শুরু হবে। ১২ আগস্ট পর‌্যন্ত পাঁচ দিন যথাক্রমে ১৭ থেকে ২১ আগস্টের আগাম টিকিট বিক্রি হবে। আর ১৫ আগস্ট থেকে বিক্রি হবে ফিরতি টিকিট।

আজ বৃহস্পতিবার রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদুল আজহার আগাম টিকেট বিক্রির সূচি তুলে ধরেন  রেলমন্ত্রী মুজিবুল হক।

মন্ত্রী বলেন, আগামী ২২ আগস্ট ঈদুল উদযাপিত হতে পারে, এমন সম্ভাবনা বিবেচনা করে ট্রেনের আগাম টিকেট বিক্রির সূচি ঠিক করা হয়েছে।

আগামী ৮ থেকে ১২ অগাস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে আগাম টিকিট বিক্রি করা হবে।

আগাম টিকিটি বিক্রির সূচি: ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্ট যাত্রার টিকেট, ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের, ১০ আগস্ট বিক্রি হবে ১৯ আগস্টের, ১১ আগস্ট বিক্রি হবে ২০ আগস্টের এবং ১২ আগস্ট বিক্রি হবে ২১ আগস্ট যাত্রার টিকিট।

 ঢাকায় ফেরার আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১৫ আগস্ট ।  রাজশাহী, ‍খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট থেকেও বিশেষ ব্যবস্থাপনায় এই টিকেট বিক্রি হবে।

এবার কোরবানির ঈদের আগে চার দিন সাত জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করবে বলে মন্ত্রী জানান। এ ছাড়া ঈদের পর আরও সাত দিন এসব বিশেষ ট্রেন চলবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর,  ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রুটে এসব ট্রেন চলবে। এ ছাড়া ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল।

১৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর রুটের সব ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করার কথা জানানো হয়  সংবাদ সম্মেলনে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com