logo
আপডেট : ৩ জুন, ২০২০ ১৯:৪৮
করোনায় পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনায় পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু


স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ। বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। এর আগে গত এপ্রিলে আরেক পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজও করোনায় মারা গিয়েছেন।
পাকিস্তানের জার্সি গায়ে জাতীয় দলে খেলেননি। তবে, ১৯৮৭ থেকে ২০০৫ পর্যন্ত ক্রিকেট ক্যারিয়ারের এই ১৮টি বছরে ৪৩টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ছাড়াও ২৫টি লিস্ট-'এ' ম্যাচ খেলেছেন রিয়াজ শেখ।
কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর, সেদেশের হাসপাতালে চিকিত্‍‌সাধীন ছিলেন। মঙ্গলবার ইমরান খানের পাকিস্তানে ৭৮ জন করোনা রোগী মারা গিয়েছেন। তাদের মধ্যে একজন রিয়াজ।
২ জুন পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৭৬ হাজার ৩৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩৮ জনের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১,৬২১ জন। আক্রান্তদের মধ্যে ২৭ হাজার ১১০ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। ফলে, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৬৭ জন। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে চীনের পরেই রয়েছে পাকিস্তান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com