logo
আপডেট : ৪ জুন, ২০২০ ১২:৩১
ভারতে একদিনে করোনা সংক্রমিত ৯৩০৪, মৃত ২৬০
অনলাইন ডেস্ক

ভারতে একদিনে করোনা সংক্রমিত ৯৩০৪, মৃত ২৬০


ভারতে একদিনে করোনা সংক্রামিত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। মৃত্যু হয়েছে ২৬০ জনের। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লাখ ১৬ হাজার ৯১৯ জনে।
এদের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লাখ ৬ হাজার ৭৩৭ টি। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪ হাজার ১০৭ জন। ভারতে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬ হাজার ৭৫ জনে।
দেশটির মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক করোনা সংক্রামণ ঘটেছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের। এরপরেই রয়েছে তামিলনাড়ুর রাজ্যের নাম। সেখানে মোট আক্রান্ত ২৪ হাজার ছাড়িয়েছে এবং মারা গিয়েছে ১৯৭ জন।

করোনা আক্রান্তের সংখ্যা বিচারে ভারতে তৃতীয় নম্বরে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে আক্রান্ত প্রায় ২২ হাজার মানুষ। মারা গিয়েছেন ৫০০ জনের উপরে মানুষ।
চতুর্থ স্থানে রয়েছে গুজরাট এবং পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রাজ্য।
এদিকে ভারতে করোনার থাবা পড়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার। এই ঘটনা সামনে আসার পর দিল্লির সাউথ ব্লকে রাইসিনা হিলসে প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদর দফতরে কমপক্ষে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
অন্যদিকে ভারতে করোনা পরিস্থিতি নিয়ে চীনের একটি গবেষক দল আগেই জানিয়ে দিয়েছিলো, ভারতে জুনের মাঝামাঝি সময়ে প্রতিদিন ১৫ হাজার জনের মতো মানুষ করোনায় আক্রান্ত হবেন। তাদের সংখ্যাতত্ত্ব ও পরিসংখ্যানের দিকেই ক্রমশ এগোচ্ছে ভারত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের বিচারে নতুন মাইলস্টোন তৈরি করলো ভারত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com