ভারতের বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ হচ্ছে। সব ভাষাতেই এই নাম রাখার একটি প্রস্তাব আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিদানসভায় সর্বসম্মতিতে পাস হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ ও হিন্দিতে ‘বাঙ্গালা’ রাখার প্রস্তাব করে দিল্লিতে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়।
এরই পরিপ্রেক্ষিতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' রাখার প্রস্তাব বিধানসভায় পাস করা হলো। নতুন নাম সর্বসম্মতিতে পাস হওয়ায় বিধায়কদের ধন্যবাদ জানান মমতা।
এদিন বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি- এই তিন ভাষায় রাজ্যের তিন রকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম লেখা হয় 'পশ্চিমবঙ্গ'। ইংরেজিতে 'ওয়েস্ট বেঙ্গল'। আর হিন্দিতে 'বাঙ্গাল'।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়েছে। সেই নামই সব ভাষায় ব্যবহার করা হবে। সে ক্ষেত্রে রাজ্যের নাম 'বাংলা' রাখার পক্ষে বিধানসভায় সওয়াল করেন মমতা।
রাজ্যের নাম বাংলা রাখার প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বে পঞ্চম বৃহত্তম ভাষা 'বাংলা'। তাই রাজ্যের নাম বদলে 'বাংলা' রাখা প্রাসঙ্গিক। আরও বলেন, দুই বছর আগে ২০১৬ সালের বাদল অধিবেশনের সময়ই তিনি রাজ্যের নাম 'বাংলা' রাখার কথা প্রস্তাব করেছিলেন।
বিধানসভায় পাস হওয়া পশ্চিমবঙ্গের নতুন নামটি এবার পাঠানো হবে দিল্লিতে। কেন্দ্র চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই সরকারিভাবে রাজ্যের নাম বদল সম্পন্ন হবে