logo
আপডেট : ৪ জুন, ২০২০ ১৪:২১
লন্ডনে বন্দুক হামলায় শিশুসহ আহত ৪
অনলাইন ডেস্ক

লন্ডনে বন্দুক হামলায় শিশুসহ আহত ৪


যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উত্তর অংশে বুধবার রাতে এক বন্দুক হামলায় শিশুসহ চারজন আহত হয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, আহত চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোন তথ্য জানায়নি পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জানা যায়নি এ হামলার কারণও।
রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উত্তর লন্ডনের আবাসিক এলাকা হার্জেডেন, ব্রেন্টে ওই গুলির ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে। তারা এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত সে ব্যাপারেও কোনও তথ্য জানাতে পারেনি।
এক বিবৃতিতে লন্ডন পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছে। তারা ঘটনাস্থলে রাতে অতিরিক্ত টহল দেবে বলেও জানিয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com