logo
আপডেট : ৪ জুন, ২০২০ ১৬:৪৬
টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক

টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


১ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন বাদী হয়ে গতকাল দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি করেন।  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি, ঢাকা ) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরাকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬ শত ৬৩ টাকা  মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা নিজেদের দখলে রেখেছেন। জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে উক্ত সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করায় মামলাটি করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com