logo
আপডেট : ৪ জুন, ২০২০ ২০:০১
বগুড়ায় করোনায় আক্রান্ত আরও ২৬
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় করোনায় আক্রান্ত আরও ২৬


গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জন।
জেলা সিভিল সর্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন করে বগুড়ায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৭জন ও ২শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, শাজাহানপুরের ২জন, গাবতলীর ২জন, শেরপুরের ২জন, দুপচাঁচিয়ার ৪জন, সারিয়াকান্দি ও ধুনটের ১জন করে রয়েছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এর মধ্যে বগুড়ার ১৫ জনের করোনা পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে সেখানে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম বলেন, বর্তমানে এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। মৃত্যু হয়েছে ১জন। চিকিৎসাধীন আছে ৪৩৯ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com