logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৮:৪০
দুর্নীতি দমনে ডিসিদের সহযোগিতা চাইলেন দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমনে ডিসিদের সহযোগিতা চাইলেন দুদক চেয়ারম্যান

ডিসিদের প্রতি অনুরোধ জানিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন,‘জেলায় কোনও দুর্নীতির অভিযোগ পেলে আমাদের জানাবেন। দুর্নীতি দমনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এসব কথা জানান।

বেনামে পাওয়া অভিযোগ নিয়ে ডিসিদের প্রশ্নে জবাবে তিনি বলেন,‘বেনামি করা অভিযোগগুলোর যদি ভিত্তি থাকে তাহলে আপনারা তা আমালে নিয়ে তদন্ত করে দেখবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়াম্যান জানান, বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা ঠিক হবে না।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com