logo
আপডেট : ৪ জুন, ২০২০ ২১:১২
'ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র'
অনলাইন ডেস্ক

'ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র'


ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর যেভাবে নৃশংসতা চালানো হচ্ছে তা নিন্দনীয়।
রুহানি বলেন, 'আমরা রাস্তায় বিক্ষোভরত মানুষের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি এবং হোয়াইট হাউসের অন্যায় পদক্ষেপের নিন্দা জানাচ্ছি।'
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন সরকারের বর্ণবাদী নীতি কৃষ্ণাঙ্গদের ওপর মারাত্মক জুলুম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে জ্বালানী বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
প্রকল্পগুলো উদ্বোধন করে তিনি বলেন, আমাদের এসব প্রকল্পের উদ্বোধন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের মতো শত্রুদের জন্য কড়া জবাব। চলতি ফার্সি বছরের মধ্যে নতুন ১৮টি বিদ্যুৎ কেন্দ্র চালু হবে বলে তিনি জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com