logo
আপডেট : ৫ জুন, ২০২০ ১১:৪২
আমেরিকায় ১০ হাজারের বেশি আন্দোলনকারী গ্রেফতার
অনলাইন ডেস্ক

আমেরিকায় ১০ হাজারের বেশি আন্দোলনকারী গ্রেফতার


অনলাইন ডেস্ক
জর্জ ফ্লয়ডের মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভকারীদের গ্রেফতার চলছেই। বৃহস্পতিবার পর্যন্ত আমেরিকায় ১০ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। খবর এএফপি’র।
যারা গ্রেফতার হয়েছেন তাদের সাহায্যার্থে অনলাইনে তহবিল সংগ্রহ চলছে। ইতোমধ্যে ২ মিলিয়ন ডলারের তহবিল সংগৃহীত হয়েছে। এই তহবিল দিয়ে বুধবার পর্যন্ত ৩ হাজার জনকে সাহায্য করা হয়েছে।
লস অ্যাঞ্জেলসের প্রধান মাইকেল মুর শহরের পুলিশ কমিশনার জানিয়েছেন, তারা ২ হাজার ৫০০ জনকে গ্রেফতার করেছে। নিউ ইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে ২ হাজার জনকে। এছাড়া প্রত্যেক শহর থেকেই প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে আন্দোলনকারীদের।
শেতাঙ্গ পুলিশের হাঁটুর চাপায় শ্বাসরোধ হয়ে ২৫ মে মারা যান যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়ড। তার মৃত্যুতে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। এই মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ চলছে বিরতিহীনভাবে। আর বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রের সরকার যাচ্ছে হার্ডলাইনে। চলছে ধর-পাকড়।
আন্দোলনকারীদের অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটতরাজ এবং ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগ এনে গ্রেফতার করা হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com