logo
আপডেট : ৫ জুন, ২০২০ ১৪:৫১
করোনা ঠেকাতে তুরস্কের ১৫ শহরে কারফিউ
অনলাইন ডেস্ক

করোনা ঠেকাতে তুরস্কের ১৫ শহরে কারফিউ


অনলাইন ডেস্ক
তুরস্কের বিভিন্ন অংশে হঠাৎ কেরেই বেড়ে গেছে করোনা সংক্রমণ। করোনার বিস্তার ঠেকাতে রাজধানী আঙ্কারাসহ দেশের ১৫টি শহরে কারফিউ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাপ্তাহিক ছুটির দুই দিন দেশের ১৫টি শহরে কারফিউ আরোপ করা হবে। যেসব শহরে কারফিউ জারি করা হবে সেগুলো হচ্ছে- আঙ্কারা, ইস্তাম্বুল, ইজমির, বালিকেসির, বুরসা, ইসকিসেহির, গাজিআন্তেপ, কায়সেরি, কোসেইলি, কোনিয়া মানিসা, সাকারিয়া, সামসুন, ভান ও জোনগুলদাক।
ওই ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার থেকে তুরস্কের ১৫ শহরে কারফিউ শুরু হয়েছে।
তবে কারফিউর মধ্যেও খোলা রয়েছে প্রয়োজনীয় দোকানপাট।
এদিকে তুরস্কে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে আরও প্রায় ১ হাজার মানুষ। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪১০ জন। এতে মারা গেছে ৪ হাজার ৬৩০ জন।
সূত্র: আল জাজিরা


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com