logo
আপডেট : ৫ জুন, ২০২০ ১৯:৪৫
সপরিবারে করোনায় আক্রান্ত অধ্যাপক গোলাম রহমান
নিজস্ব প্রতিবেদক

সপরিবারে করোনায় আক্রান্ত অধ্যাপক গোলাম রহমান


সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যানে অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মী রয়েছেন। শুক্রবার গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশানে আছেন। একজনের অবস্থা ‘ভালো না’ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণমাধ্যমকে গোলাম রহমান বলেন, ‘আমাদের পরিবারের পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ। এর মধ্যে আমরা চারজন বাসায় আইসোলেশনে আছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। তবে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার চেষ্টা চলছে।’
গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com