logo
আপডেট : ৫ জুন, ২০২০ ২০:০২
কিছুক্ষণ বাদেই আকাশে উঠবে ‘স্ট্রবেরি মুন’, দেখা যাবে মহাজাগতিক দৃশ্য
অনলাইন ডেস্ক

কিছুক্ষণ বাদেই আকাশে উঠবে ‘স্ট্রবেরি মুন’, দেখা যাবে মহাজাগতিক দৃশ্য


অনলাইন ডেস্ক
আজ শুক্রবার রাতে আকাশে উঠছে পূর্ণ চাঁদ। তবে এই দৃশ্য অন্যান্য বারের তুলনায় আলাদা। এই চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। আর সেই চাঁদের গ্রহণেরও সাক্ষী থাকবে পৃথিবী। ‘স্ট্রবেরি মুন’, একটি অত্যন্ত জনপ্রিয় নাম। এই বিশেষ সময়ের পূর্ণ চাঁদকেই এই নামে ডাকা হয়। ‘মিড মুন’ বা ‘হানি মুন’ নামেও ডাকা হয় এই চাঁদকে। খবর কলকাতা ২৪x৭ এর।
কেন জুন মাসে চন্দ্রগ্রহণ হলে চাঁদকে এই নামে ডাকা হয়ে থাকে? আসলে এই সময়ই স্ট্রবেরির ফসল কাটার সময়। সেকথা মাথায় রেখেই জুন মাসে চন্দ্রগ্রহণ হলে সেই চাঁদকে ‘স্ট্রবেরি মুন’ নামে অভিহিত করা হয়। প্রাচীন কালে ঋতু পরিবর্তনকে চিহ্নিত করতে চাঁদের সাহায্য নেওয়া হত। তারই ভিত্তিতে এই ক্যালেন্ডার। সেই সময় পূর্ব ইউরোপের সঙ্গে আমেরিকার আদি জন‌জাতি উত্তর গোলার্ধের পরিবেশের সঙ্গে যুক্ত থাকা সুবিধাগুলোর নামানুসারে এই নামকরণ করেন।
আমেরিকায় জুন মাসে স্ট্রবেরির ফসল কাটা হয়। তাই এই সময় দেখতে পাওয়া পূর্ণ চন্দ্রকে ‘স্ট্রবেরি মুন’ বলে ডাকা হয় এখানে। শুক্রবার ভারত সহ এশিয়ার নানা দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপের নানা দেশ, আন্টার্কটিকা থেকেও দেখা যাবে সেই দৃশ্য। ভারতীয় সময় অনুসারে শুক্রবার রাত ১১টা ১৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ২ টো ৩৪ পর্যন্ত। এসময় অধিকাংশ ভারতই গভীর ঘুমে আচ্ছন্ন। ভারত ছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও রাশিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।
বৈজ্ঞানিকরা জানিয়েছেন, খালি চোখেই দেখা যাবে এই গ্রহণ। তাতে চোখে কোনও ক্ষতি হবে না। ১২ টা ৫৪ নাগাদ চাঁদের ওপর গ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। এর আগে চন্দ্রগ্রহণ হয়েছিল চলতি বছরের জানুয়ারির মাসে। সেটিও ছিল উপচ্ছায়া গ্রহণ। এবারেও তাই। এরপরের চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই। চতুর্থ এবং শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর। তবে এবছরেই হয়েছে পিংক ফুল মুন এবং ফ্লাওয়ার ফুল মুন।
অনলাইন ডেস্ক
আজ শুক্রবার রাতে আকাশে উঠছে পূর্ণ চাঁদ। তবে এই দৃশ্য অন্যান্য বারের তুলনায় আলাদা। এই চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। আর সেই চাঁদের গ্রহণেরও সাক্ষী থাকবে পৃথিবী। ‘স্ট্রবেরি মুন’, একটি অত্যন্ত জনপ্রিয় নাম। এই বিশেষ সময়ের পূর্ণ চাঁদকেই এই নামে ডাকা হয়। ‘মিড মুন’ বা ‘হানি মুন’ নামেও ডাকা হয় এই চাঁদকে। খবর কলকাতা ২৪x৭ এর।
কেন জুন মাসে চন্দ্রগ্রহণ হলে চাঁদকে এই নামে ডাকা হয়ে থাকে? আসলে এই সময়ই স্ট্রবেরির ফসল কাটার সময়। সেকথা মাথায় রেখেই জুন মাসে চন্দ্রগ্রহণ হলে সেই চাঁদকে ‘স্ট্রবেরি মুন’ নামে অভিহিত করা হয়। প্রাচীন কালে ঋতু পরিবর্তনকে চিহ্নিত করতে চাঁদের সাহায্য নেওয়া হত। তারই ভিত্তিতে এই ক্যালেন্ডার। সেই সময় পূর্ব ইউরোপের সঙ্গে আমেরিকার আদি জন‌জাতি উত্তর গোলার্ধের পরিবেশের সঙ্গে যুক্ত থাকা সুবিধাগুলোর নামানুসারে এই নামকরণ করেন।
আমেরিকায় জুন মাসে স্ট্রবেরির ফসল কাটা হয়। তাই এই সময় দেখতে পাওয়া পূর্ণ চন্দ্রকে ‘স্ট্রবেরি মুন’ বলে ডাকা হয় এখানে। শুক্রবার ভারত সহ এশিয়ার নানা দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপের নানা দেশ, আন্টার্কটিকা থেকেও দেখা যাবে সেই দৃশ্য। ভারতীয় সময় অনুসারে শুক্রবার রাত ১১টা ১৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ২ টো ৩৪ পর্যন্ত। এসময় অধিকাংশ ভারতই গভীর ঘুমে আচ্ছন্ন। ভারত ছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও রাশিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।
বৈজ্ঞানিকরা জানিয়েছেন, খালি চোখেই দেখা যাবে এই গ্রহণ। তাতে চোখে কোনও ক্ষতি হবে না। ১২ টা ৫৪ নাগাদ চাঁদের ওপর গ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। এর আগে চন্দ্রগ্রহণ হয়েছিল চলতি বছরের জানুয়ারির মাসে। সেটিও ছিল উপচ্ছায়া গ্রহণ। এবারেও তাই। এরপরের চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই। চতুর্থ এবং শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর। তবে এবছরেই হয়েছে পিংক ফুল মুন এবং ফ্লাওয়ার ফুল মুন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com