logo
আপডেট : ৭ জুন, ২০২০ ১৪:৪১
সিএমএইচে মন্ত্রী বীর বাহাদুর
নিজস্ব প্রতিবেদক

সিএমএইচে মন্ত্রী বীর বাহাদুর


প্রাণঘাতী করোনায় আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত 
আজ রোববার (৭ জুন) দুপুরে হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকায় আনা হয় বীর বাহাদুরকে। বেলা ১২টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে গতকাল শনিবার (৬ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বীর বাহাদুরের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়ার কারণে ৩ জুন তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com