logo
আপডেট : ৭ জুন, ২০২০ ১৭:০৩
নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ শিশুর সম্প্রীতির অনন্য নজির ভাইরাল
অনলাইন ডেস্ক

নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ শিশুর সম্প্রীতির অনন্য নজির ভাইরাল


অনলাইন ডেস্ক
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করে পুলিশ। এ প্রেক্ষিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। আর এ বিক্ষুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিউ ইয়র্ক সিটির রাস্তায় দুটি জাতিগতভাবে ভিন্ন (কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ) শিশুর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের মধ্যে সম্প্রীতির অনন্য নজীর গড়েছে এই দুই শিশু।  
শিশু দুটির আলিঙ্গন করার দৃশ্য সম্বলিত ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
শিশু দুটির নাম ম্যাক্সওয়েল (২) এবং ফিনেগেন (৩)। তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।
তারা গত বছর বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। তখন তাদের বাবা-মা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ক্লিপ পোস্ট করেছিলেন।
ফিনেগেনের বাবা ড্যান ম্যাককেনা এবিসি নিউজকে জানান, এটি (ভিডিও) পুনরায় ভাইরাল হচ্ছে এবং আবার ফিরে আসবে(জনপ্রিয় হবে)।
তিনি বলেন, আমরা এটি (ভিডিও) ব্যাপক শেয়ার  করতে দেখেছি এবং লোকেরা এটা দেখতে শুরু করেছে। অনেকে মন্তব্য করেছে, 'বাহ, এটি এখনও প্রাসঙ্গিক'। এটি আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক।
দুটি পরিবার যখন বুঝতে পেরেছিল যে, বিশ্বজুড়ে তাদের অনুসরণ করা  হয়েছে। তখন তারা ভিডি্ওটি ভিন্নভাবে পোস্ট করার সিদ্ধান্ত নেয়।
তাদের ছেলেদের নামের উপর ভিত্তি করে একটি ইনস্টাগ্রাম পেইজ তৈরী করেছে তারা।
জাতিগত বিভেদ কাটানোর চেষ্টায় কীভাবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে সে সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ জানাতে এই পেইজ তৈরী করা হয়েছে।
ম্যাক্সওয়েলের পিতা মাইকেল সিসনারোস বলেন, আজ বৃহস্পতিবার। এই দুজন শিশু মঙ্গলবার থেকে একে অপরকে দেখেনি।
৪৮ ঘন্টা পর তাদের মধ্য দেখা হবার পর তারা পরস্পরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com