logo
আপডেট : ৭ জুন, ২০২০ ১৭:২২
এবার শ্রীলঙ্কায় পঙ্গপালের হানা
অনলাইন ডেস্ক

এবার শ্রীলঙ্কায় পঙ্গপালের হানা


অনলাইন ডেস্ক
এবার পঙ্গপালের উপদ্রব দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। হলুদ দাগযুক্ত এক ধরনের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিকর কীটপতঙ্গের কারণে দেশটির অন্তত চারটি জেলায় ক্ষতির মুখে ফসল।
এসব ফড়িংয়ের সাথে ভারতের পঙ্গপালের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত। এতে বিপুল পরিমাণ শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কলা, নারিকেল ও রাবার বাগান। পঙ্গপাল ধ্বংসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। রাসায়নিক ও আগুনের মাধ্যমে চলছে নিয়ন্ত্রণের চেষ্টা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com