দিনকয়েক আগেই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিক। মুশির কথা শুনে তাকে অপেক্ষায় রেখেছিল বিসিবি। যদিও অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে মিস্টার ডিপেন্ডেবলের। বিসিবি উদ্যোগ নিয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দেওয়ার। আগামী চার-পাঁচ দিনের মধ্যে বিসিবি’র প্রদত্ত ব্যক্তিগত সুযোগ সুবিধায় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। বিষয়টি জানিয়েছেন বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান, আকরাম খান।
তবে ব্যক্তিগত অনুশীলনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সুযোগ-সুবিধার দিকগুলো প্রস্তুত না করে ক্রিকেটারদের অনুশীলন করতে দেয়া হবে না।
মুশফিকসহ আরো চার-পাঁচজন সিনিয়র ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে। এখন সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এরপর কেউ চাইলে ব্যক্তিগতভাবে এসে অনুশীলন করে যেতে পারবে। সেই ব্যবস্থা শুধু ঢাকায় নয়, করা হচ্ছে ঢাকার বাইরেও।
ঢাকার বাইরেও বিসিবির স্থাপনাগুলোতে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করা হবে। চাইলে ক্রিকেটাররা সেই সুবিধা গ্রহণ করতে পারবে।
করোনা ভাইরাসের কারণে মার্চ থেকেই দেশে সব ধরনের