logo
আপডেট : ৭ জুন, ২০২০ ১৯:০৮
জয়পুরহাটে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মিল্লাত হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
|রোববার দুপুরের দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিল্লাত হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর এলাকায় মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ৩ কেজি গাঁজাসহ মিল্লাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মিল্লাত অনেকদিন থেকে গাঁজা সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com