logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৮ ০০:৩৩
জিন্নাহর স্বপ্নের পাকিস্তান বানাতে চাই
প্রথম বাংলাদেশ ডেস্ক

জিন্নাহর স্বপ্নের পাকিস্তান বানাতে চাই

পাকিস্তানের জাতীয় নির্বাচনে বিজয়ের পর তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, তিনি পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়ে তুলবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া বক্তব্যে দেশকে নিয়ে তার ভাবনার কথা জানিয়ে ইমরান সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেন। খবর ডন নিউজের।

ইসলামাবাদে বানি গলা বাসভবন থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় ভিডিও লিঙ্কের মাধ্যমে ইমরান গত ২২ বছর ধরে তার স্বপ্ন দেখা ইশতেহার বাস্তবায়নের সুযোগ দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানান।

নির্বাচনে বিরোধী দলগুলো যে কারচুপির অভিযোগ এনেছে তার তদন্তে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে বুধবারের নির্বাচন সবচেয়ে বেশি সুষ্ঠু হয়েছে।’

বিরোধী দলের উদ্দেশে তেহরিক-ই-ইনসাফের প্রধান বলেন, ‘আপনারা যদি মনে করেন নির্বাচনে জালিয়াতি হয়েছে, নির্বাচনে নিয়ে কোনো সংশয় থাকে তাহলে আমরা তদন্তে সহযোগিতা করব। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা তদন্তের স্বার্থে ওইসব নির্বাচনী এলাকাগুলোর ফলাফল প্রকাশ্যে আনব।’

ইমরান বলেন, ‘রাজনীতিতে প্রবেশকালেই আমি আপনাদের আমার অবস্থান পরিষ্কার করেছিলাম। রাজনীতি আমাকে কিছুই দেয়নি। আমার নেতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলি জিন্নাহ যে পাকিস্তানের স্বপ্ন দেখতেন, আমি পাকিস্তানকে তাই বানাব।’

‘আমি পাকিস্তানকে মদিনার মতো তৈরি করতে চাই- যেখানে বিধবা ও গরিবদের অগ্রাধিকার দেয়া হবে।’

‘আজ আমাদের দেশ কসাইখানা। কিন্তু আমাদের সব নীতি গরিবদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।’

‘কৃষকরা তাদের পরিশ্রমের মূল্য পায় না, আড়াই কোটি শিশু স্কুলের সুবিধা পাচ্ছে না, শিশু জন্ম দিতে আমাদের মায়েদের এখনো মৃত্যু হচ্ছে- কারণ তাদের সর্বনিম্ন স্বাস্থ্যসেবাটুকু দিতে পারছি না। আমরা জনগণদের পরিষ্কার পানি সরবরাহ করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘একটি দেশ ধনীদের জীবনযাত্রা দেখে পরিচিতি পায় না, পরিচিতি পায় গরিবদের জীবনযাপন দেখে। ধনীদের জন্য দ্বীপ, আর গরিবদের জন্য সাগর- এমন দেশ কখনো উন্নতি করতে পারে না।’    

তিনি দাবি করেন, গত তিন বছরে তিনি মারাত্মক ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন, যা অন্য কোনো রাজনীতিবিদদের ভুগতে হয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com